August 3, 2025

৫০০ তে ৫০০ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন দুই ছাত্রী

 ৫০০ তে ৫০০ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন দুই ছাত্রী

স্বপ্নের নম্বর পেয়ে চলতি বছরের সিবিএসই দ্বাদশ মানের পরীক্ষায় দেশে প্রথম হলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের তানিয়া সিংহ এবং নয়ডার অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও । দুজনেই ৫০০ নম্বরের পরীক্ষায় একশো শতাংশ নম্বরই পেয়েছেন । তাদের প্রাপ্ত নম্বর ৫০০। দেশ জুড়ে অভিনন্দনের বন্যায় ভাসছেন দুই মেধাবী ছাত্রী । দিল্লি পাবলিক স্কুল ( ডিপিএস ) এর ছাত্রী তানিয়া । স্কুলের অধ্যক্ষা নিশ্চিত করেছেন সিবিএসই – রদ্বাদশের পরীক্ষায় গোটা দেশে যুগ্মভাবে প্রথম হয়েছেন তানিয়া । পাশাপাশি নয়ডার অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও একশো শতাংশ নম্বর পেয়ে অনন্য নজির গড়েছেন ।

বোর্ডের পরীক্ষায় যুবাক্ষীর বিষয় ছিল ইংরেজি , ইতিহাস , রাষ্ট্রবিজ্ঞান , মনোবিজ্ঞান ও চিত্রকলা । সবক’টি বিষয়ে ১০০ – এর মধ্যে ১০০ নম্বর পেয়েছেন দুজনেই । ফল জানার পরে যুবাক্ষী বলেছেন , ‘ সাধ্য মতো পরিশ্রম করেছিলাম , কিন্তু এমন ফল হতে পারে ভাবিনি । ‘ অন্যদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তানিয়া বলেছেন , ‘ গোটা দেশের মধ্যে টপার হওয়া আমার কাছে ভীষণ গর্বের । ‘ আরেক ছাত্রী , ভূমিকা গুপ্তা ৫০০ – র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন । ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন তানিয়ার স্কুলের আরেক ছাত্রী সৌম্যা নামদেব। পাঁচশোর মধ্যে সৌম্যার নম্বর ৪৯৫। কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অভিয়া রায় ( হিউম্যানিটিজ ) এবং জাহ্নবী সাউ ( বিজ্ঞান ) দু’জনেই ৫০০ – র মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছেন

এবারের সিবিএসই দ্বাদশ মানের টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ । টার্ম ২ – র পরীক্ষা হয়েছিল অফলাইনে । গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সময়কালে এই পরীক্ষা নেওয়া হয়েছিল । এবার ছেলেদের পাসের হার ৯১.২৫ শতাংশ । মোট পরীক্ষার্থীদের মধ্যে পাশের শতাংশ এবার ৯২.৭১। দ্বাদশ মানের ফল প্রকাশের পাশাপাশি শুক্রবার সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ হয়েছে। দু’টি ভাগে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল । মার্চ মাসে প্রথম ভাগের ফলাফল প্রকাশ করা হয়েছিল । তবে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানানো হয়নি বোর্ডের তরফে । আজ দ্বিতীয় ভাগের ফলাফল প্রকাশিত হল । সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে , দশম মানের পাশ হার ৯৪.৪ শতাংশ পরীক্ষার্থী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *