August 5, 2025

তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের!!!

 তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের!!!

দৈনিক সংবাদ অনলাইনঃ তড়িতাহত হয়ে মর্মান্তিক মৃত্যু হলো প্রসেনজিৎ দাস নামে ২৫ বছর বয়সী তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন বামপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, নিজের বাড়িতে বিদ্যুতের লাইন সারাইয়ের কাজ করতে গিয়েই ওই যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পরে। সাথে সাথেই তড়িতাহত যুবককে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।

এই খবর আসতেই পরিবারের উপর যেন আকাশ ভেঙে পড়ে। খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ২৫ বছরের তরতাজা যুবক প্রসেনজিৎ দাসের মৃত্যুর সংবাদ শুনে বিধায়ক রঞ্জিত দাস হাসপাতালে ছুটে যান। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *