ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
মহিলা ফুটবলের নতুন ক্রীড়াসূচি

soccer football in the stadium crowd
ইম্ফলে পূর্বোত্তর সিনিয়র মহিলা ফুটবল আসরের ক্রীড়াসূচিতে কিছু পরিবর্তন করা হলো । উদ্যোক্তাদের তরফে আজ নতুন যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে তাতে আগামী ১৫ , ১৭ এবং ১৮ জুলাই লীগের শেষ তিনটি ম্যাচ খেলবে ত্রিপুরা । ১৫ জুলাই ত্রিপুরা বনাম মণিপুর ।

১৭ জুলাই ত্রিপুরা বনাম নাগাল্যাণ্ড এবং ১৮ জুলাই লীগপর্বের শেষ ম্যাচে ত্রিপুরার সামনে মিজোরাম । ২২ জুলাই দুটো সেমিফাইনাল ম্যাচ এবং ২৩ জুলাই হচ্ছে ফাইনাল ম্যাচ । উল্লেখ্য , ত্রিপুরা লীগের চারটি ম্যাচ খেলেছে । যার মধ্যে তিনটিতেই হেরেছে । একটি ড্র করেছে । এই অবস্থায় লীগের শেষ তিনটি ম্যাচ ত্রিপুরার কাছে অনেকটা নিয়মরক্ষারই বলা চলে ।