উত্তরকাশীতে হড়পা বানে বাড়ছে মৃ*তের সংখ্যা, নিখোঁজ ১১ জওয়ান!!
২১ জুলাই তিন জেলায় বনধ!!

দৈনিক সংবাদ অনলাইন।। আগামী ২১ জুলাই তিন জেলায় ২৪ ঘন্টা বনধ ডাকলো কংগ্রেস। এই তিনটি জেলা হলো ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলা। বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।