September 17, 2025

হেলমেট বাহীনির তান্ডব!!

 হেলমেট বাহীনির তান্ডব!!

দৈনিক সংবাদ অনলাইন।। সোমবার রাত এগারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর মধ্যপাড়া এলাকার এক কংগ্রেস কর্মীর বাড়িতে দুস্কৃতিটা হামলা চালায়। জানা যায়, এলাকার কংগ্রেস কর্মী অজিত দেবনাথের বাড়িতে ঢুকে দুস্কৃতিরা ব্যপক ভাঙচুর চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে অজিত দেবনাথেট অটোরিকশা। এমন কি তাঁর স্ত্রীকেও মারধোর করে ওই হেলমেট বাহিনী। অভিযোগ দুস্কৃতিকারীরা গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। শব্দ পেয়ে অজিত দেবনাথ এর স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা মহিলাকেও মারধোর করে।

পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে গকুলনগরের মধ্যপাড়া এলাকার অজিত দেবনাথ এর বাড়িতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ গিয়ে এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামলেও,এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত দেবনাথ জানান, তিনি রাজনৈতিকভাবে কংগ্রেস দলের সাথে যুক্ত। সেই কারণেই উনার বাড়িতে দুস্কৃতিকারীরা আক্রমণ করেছে। তিনি জানান দুস্কৃতিকারীরা মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল। যে কারনে তিনি কাউকে চিনতে পারেনি। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *