ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
অন্ধকারে হাসপাতাল!!

বিশালগড় মহকুমা হাসপাতালের বেহাল অব্যস্থার চিত্র সোমবার সকালে পুনরায় প্রকাশ্যে চলে এলো। সোমবার সকাল থেকে অন্ধকারে ডুবে রয়েছে বিশালগড় মহাকুমা হাসপাতাল। দূর-দূরান্ত থেকে প্রচুর রোগী এক্সরে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য আটকে আছে অথচ দেখার কেউ নেই। মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতালে এমওআইসির দেখা নেই।