ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
বিশালগড়ে সন্ত্রাস!!

উপ-নির্বাচনে শাসকদলের ব্যাপক জয়লাভের পর আগরতলায় যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল,তার জেরে বিশালগড়েও পুড়লো কংগ্রেসের দলীয় কার্যালয়। হামলা হয় নেতার বাড়িতে। নিচের বাজারস্থিত কংগ্রেস কার্যালয়টি পুলিশের সামনেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় বিশালগড়ে উৎকন্ঠা ছড়িয়েছে।