শনিবার | ৩১ জানুয়ারি ২০২৬

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় অমিত শাহ, কোর কমিটির সঙ্গে বৈঠক

 বিধানসভা নির্বাচনের আগে বাংলায় অমিত শাহ, কোর কমিটির সঙ্গে বৈঠক

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রচারে কোন কোন ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে মতামত নেন অমিত শাহ।

অনলাইন ডেস্ক, কলকাতা: শুক্রবার রাতে দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসে বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রচারের কৌশল নিয়েই মূলত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

একজন শীর্ষস্থানীয় বিজেপি নেতা জানান, নিউ টাউন এলাকার হোটেলে পৌঁছেই প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়। সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রচারে কোন কোন ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে মতামত নেন অমিত শাহ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা—ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব দেব, সামিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে।

শুক্রবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে আসাম থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সামিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও তাঁর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৮টা ১০ মিনিট, আসামে বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে কলকাতায় পৌঁছন তিনি।

দলীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টায় ব্যারাকপুরে বিজেপি কর্মীদের একটি সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। এরপর দুপুর ২টা নাগাদ তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন এবং এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (AAI) মাঠে একটি কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে একটি রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক সেরে তিনি দিল্লির উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এটি অমিত শাহর দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। এর আগে তিনি গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর কলকাতায় এসে একাধিক সাংগঠনিক ও জনসভায় অংশ নিয়েছিলেন। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *