অনলাইন প্রতিনিধি :-বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তার দিন কার্যত অতীতের পাতায়। ঘরের ছাদ, টিনের চাল কিংবা বাড়ির উঠোন থেকেই এখন শুধু বিদ্যুৎ নয়, আসছে আয়ের সুযোগও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা ত্রিপুরায় যে শুধু জনপ্রিয় হচ্ছে তা নয়, বাস্তব জীবনে আর্থিক স্বস্তির দৃষ্টান্ত তৈরি করছে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসুর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি কোয়ার্টারে রাজ্যের মোট ৭৪০ জন বিদ্যুৎ গ্রাহক নিজেদের বাড়িতে সৌর প্যানেল বসিয়ে শুধু বিদ্যুৎ বিল শূন্য করেননি, বরং বাড়তি বিদ্যুৎ উৎপাদন করে তা নিগমের কাছে বিক্রি করে রোজগারও করেছেন।গত তিন মাসে এই গ্রাহকদের এক টাকাও বিদ্যুৎ বিল দিতে হয়নি। উল্টো বুধবার ৭৪০ জন বিদ্যুৎ ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২ লক্ষ ৬৪ হাজার ৩৩১ টাকা ৯৪ পয়সা পাঠিয়েছে বিদ্যুৎ নিগম।বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, এই প্রকল্পের মূল শক্তি এখানেই। বিদ্যুৎ আর শুধু খরচের বিষয় নয়, এটি এখন আয়ের মাধ্যম। যারা নিজেদের চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছেন, তারা সরাসরি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে অর্থ পাচ্ছেন।
রাজ্যের একাংশ মানুষ যখন এখনও বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত, তখনই এই ৭৪০ জন গ্রাহক এই প্রকল্পে যুক্ত হয়ে উল্টো লাভের মুখ দেখছেন। এই সাফল্যকে বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রের এক নিঃশব্দ বিপ্লব বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথও একাধিকবার স্পষ্ট করে বলেছেন, কয়লা ও গ্যাসের মতো প্রথাগত শক্তি উৎস একদিন শেষ হবে। ভবিষ্যতের জন্য বিকল্প শক্তির দিকেই তাকাতে হবে, আর সূর্য শক্তিই সবচেয়ে নির্ভরযোগ্য পথ।এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার নিজেই বিদ্যুৎ উৎপাদনকারী হয়ে উঠতে পারবে এবং বাড়তি বিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয়ের সুযোগ পাবে। ত্রিপুরা সরকার এই প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিয়েছে। লক্ষ্য স্থির করা হয়েছে, ২০২৭ সালের মধ্যে রাজ্যের ৫০ হাজার পরিবারকে পি.এম সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় আনা। বাড়ির ছাদ, টিনের চাল কিংবা মাটির উপর পাটাতন তৈরি করে সহজেই সৌর প্যানেল বসানো যাবে। এতে একদিকে নিজের বিদ্যুৎ চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আয়ের পথ খুলবে।উল্লেখ্য, ২০২৩-২৪ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত চলবে এই প্রকল্প। সরকার ব্যয় করবে ৭৫,০২১ কোটি টাকা। সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় ভর্তুকিও। প্রথম ২ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য প্রতি কিলোওয়াটে ৩৩ হাজার টাকা, পরবর্তী ১ কিলোওয়াটের জন্য ১৯,৮০০ টাকা ভর্তুকি মিলবে। ফলে ৩ কিলোওয়াট পর্যন্ত ৮৫,৮০০ টাকা ভর্তুকি পাওয়া সম্ভব। বিদ্যুৎ বিল থেকে মুক্তি আর বিদ্যুৎ বিক্রি করে আয়- এই দুইয়ের মিলনেই পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা ত্রিপুরায় নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করছে।