নবম বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন, নতুন রেকর্ড
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন তাঁর টানা নবম কেন্দ্রীয় বাজেট।
অনলাইন ডেস্ক, কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করতে চলেছেন তাঁর টানা নবম কেন্দ্রীয় বাজেট। দেশের ও বিশ্বের অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই বাজেটে অর্থনৈতিক বৃদ্ধিকে জোরদার করতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
এই নবম বাজেট পেশের মাধ্যমে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই–এর রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে যাবেন। মোরারজি দেশাই বিভিন্ন সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন। তবে টানা সবচেয়ে বেশি বাজেট পেশ করার রেকর্ড ইতিমধ্যেই নির্মলা সীতারামনের দখলে—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি একটানা নয়টি বাজেট পেশ করতে চলেছেন।
২০১৯ সালে মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে নির্মলা সীতারামন হন ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী। ২০২৪ সালে মোদী তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরেও তিনি অর্থমন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এ পর্যন্ত তিনি অন্তর্বর্তী বাজেট-সহ মোট আটটি বাজেট পেশ করেছেন।
স্বাধীন ভারতের বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রথম বাজেট:
স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ২৬ নভেম্বর, ১৯৪৭। বাজেট পেশ করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি।
সবচেয়ে বেশি বাজেট:
মোট ১০টি বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন মোরারজি দেশাই।
দ্বিতীয় স্থানে:
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম মোট ৯টি বাজেট পেশ করেছেন।
তৃতীয় স্থানে:
প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন মোট ৮টি বাজেট পেশ করেন।
মনমোহন সিং:
১৯৯১ থেকে ১৯৯৫—টানা ৫টি বাজেট পেশ করেছিলেন তিনি।
সবচেয়ে দীর্ঘ বাজেট ভাষণ:
১ ফেব্রুয়ারি, ২০২০—নির্মলা সীতারামনের বাজেট ভাষণ ছিল ২ ঘণ্টা ৪০ মিনিট, যা এখনও পর্যন্ত দীর্ঘতম।
সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট ভাষণ:
১৯৭৭ সালে হীরুভাই মুলজিভাই প্যাটেল–এর অন্তর্বর্তী বাজেট ভাষণ ছিল মাত্র ৮০০ শব্দের।
বাজেট পেশের সময় ও তারিখ পরিবর্তন
আগে বাজেট পেশ হতো ফেব্রুয়ারির শেষ দিনে বিকেল ৫টায়—ব্রিটিশ আমলের রীতি অনুসরণ করে।
১৯৯৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বাজেট পেশের সময় বদলে সকাল ১১টা করেন। সেই রীতিই এখনও চলছে।
২০১৭ সালে বাজেট পেশের তারিখ বদলে ১ ফেব্রুয়ারি করা হয়, যাতে সংসদীয় অনুমোদনের প্রক্রিয়া শেষ করে ১ এপ্রিল থেকেই বাজেট কার্যকর করা যায়।
এবারের বাজেট তাই শুধু সংখ্যার নয়, ইতিহাসের দিক থেকেও হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ।