পদ্মশ্রী সম্মান মা-কে উৎসর্গ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
রবিবার তিনি নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি দেখতে নাভিনা সিনেমা হলে ছিলেন। সেখানেই তিনি পদ্মশ্রী পাওয়ার খবর জানতে পারেন এবং দর্শকদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন।
অনলাইন ডেস্ক, কলকাতা: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার জানিয়েছেন, তিনি তাঁর প্রাপ্ত পদ্মশ্রী সম্মানটি প্রয়াত মা-কে উৎসর্গ করবেন। তাঁর চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে যা কিছু অর্জন, তার পেছনে মায়ের অবদানই সবচেয়ে বড় বলে জানান অভিনেতা।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, রবিবার তিনি নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি দেখতে নভিনা সিনেমা হলে ছিলেন। সেখানেই তিনি পদ্মশ্রী পাওয়ার খবর জানতে পারেন এবং দর্শকদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন। খবর শুনে হলে উপস্থিত দর্শকেরা করতালিতে ফেটে পড়েন।
প্রসেনজিৎ বলেন, “সবার আগে এই সম্মান আমি আমার মাকে উৎসর্গ করছি। আমাদের বড় করে তুলতে তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আমার চার দশকের যাত্রার পথ তৈরি করে দিয়েছেন। আমি আমার পরিবার এবং আমার ছেলে মিশুকের সঙ্গেও এই সম্মান ভাগ করে নিচ্ছি। তবে আমি যা হয়েছি, তা অসংখ্য দর্শকের ভালোবাসার কারণেই।”
তিনি আরও জানান, সম্মান পাওয়ার খবর পেয়ে তিনি ফোনে কথা বলেন তাঁর বাবা, প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাবা তাঁকে বলেন, “তুমি পেয়ে গেছ। আমি তোমার জন্য খুব গর্বিত।”
এই বিশেষ দিনে প্রসেনজিৎ তাঁর ঘনিষ্ঠ বন্ধু, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “আজ ঋতুপর্ণকে খুব মিস করছি। সমালোচকদের প্রশংসিত বাস্তবধর্মী ছবিতে একজন নতুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সম্মানটি পেতে দেরি হয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, “আমি বিষয়টিকে এভাবে দেখি না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি কোন পর্যায়ে কোন সম্মান পেয়েছেন, সেটাই দেখার বিষয়। সময় নিয়ে ভাবার চেয়ে সরকার আমাকে এই সম্মানে ভূষিত করেছে—এটাই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রতি আমি কৃতজ্ঞ।”
এদিকে, আরেক পদ্মশ্রী প্রাপক প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত কুমার বোসও তাঁর প্রাপ্ত সম্মান স্ত্রী ও পরিবারের সদস্যদের উৎসর্গ করেছেন। তিনি বলেন, “আমাকে সম্মানিত করে সরকার আসলে পশ্চিমবঙ্গের অন্যান্য মহান শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদেরই সম্মান জানাল।”