August 3, 2025

দুই নাবালক উদ্ধার!!

 দুই নাবালক উদ্ধার!!

দৈনিক সংবাদ অনলাইন।। এক মারুতি গাড়ি চালকের মানবিকতার কারণে দুই আজ্ঞাত পরিচয় জনজাতি নাবালক বর্তমানে চাইল্ড হোমে আশ্রয় পেল। পুলিশ ওই দুই নাবালককে চাইল্ড লাইনে পাঠিয়েছে।। ঘটনা মঙ্গলবার রাতে বড়মুড়া সাধুপাড়া সংলগ্ন এলাকায়।
আগরতলা বিমানবন্দর থেকে যাত্রী নামিয়ে তেলিয়ামুড়া ফিরছিলেন মারুতি গাড়ি চালক সুরজিৎ পাল। ফেরার পথে বড়মুড়া সাধুপাড়া সংলগ্ন এলাকায় আচমকা ওই দুই নাবালক তার গাড়ি থামায়, এবং বলে তাদের তেলিয়ামুড়াস্থিত খোয়াই চৌহমুনী নিয়ে যাওয়ার জন্য। মানবিক দায়বদ্ধতার টানে ওই দুই নাবালককে গাড়িতে তুলে নেন। আসার পথে গাড়ির চালক সুরজিৎ পাল তাদের নাম পরিচয় জিজ্ঞেস করলে ওই দুই নাবালক তাদের নাম পরিচয় সঠিক ভাবে কিছুই বলতে পারছিল না।

এতে তার সন্দেহ হয়। গাড়ির চালক সুরজিৎ পাল ওই দুই নাবালক যাতে কোনও বিপদে না পরে, তাদেরকে খোয়াই চৌমুহনীতে না নামিয়ে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশের কাছেও দুই নাবালক সঠিক কোন ঠিকানা বলতে পারছিল না। তাদের একজনের বয়স আনুমানিক ১৩, অপরজনের ১২ বছর হবে। পুলিশ খবর পাঠায় খোয়াই চাইল্ড লাইনে। পরবর্তি সময়ে খোয়াই চাইল্ড লাইনের কর্মীরা দুই নাবালকে তেলিয়ামুড়া থানা থেকে নিয়ে গেছে । তাদের নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায়। প্রশ্ন হচ্ছে, ওই দুই নাবালক সাধুপাড়া কি করে এলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *