January 14, 2026

চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন!!

 চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন!!

অনলাইন প্রতিনিধি :- থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ভারী একটি ক্রেন।বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ট্রেনটি উবোন রাতচাথানি প্রদেশের উদ্দেশে রওয়া দিয়েছিল। জানা গিয়েছে, ওই রুটেই উচ্চ গতি সম্পন্ন রেল প্রকল্পের কাজ চলছিল। আর, সেখানেই ক্রেনটি কাজ করছিল। ট্রেনটি তার পাশ দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। বিশালাকার ভারী ক্রেনটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী ট্রেনের উপর। সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইনচ্যুত হয়ে উলটে যায়। এমনকী তাতে আগুনও লেগে যায় বলে খবর। ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। উদ্ধার কার্য চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *