January 12, 2026

জমজমাট স্বদেশী মেলায় ব্রাত্য সাংসদ বিপ্লব, সমালোচনার ঝড়!!

 জমজমাট স্বদেশী মেলায় ব্রাত্য সাংসদ বিপ্লব, সমালোচনার ঝড়!!

অনলাইন প্রতিনিধি :-গত ৯ জানুয়ারী থেকে আগরতলা স্বামী বিবেকান্দে ময়দানে শুরু হয়েছে স্বদেশী মেলা। রাজ্য সরকারের সহায়তায় আগরতলা পুর নিগম এই মেলার আয়োজন করেছে।মেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।প্রথমে তিনদিন এই মেলা চলার কথা থাকলেও, বিভিন্ন মহলের অনুরোধে মেলা আরও দুই দিন বাড়িয়ে পাঁচ দিনের করা হয়। পুর নিগম আয়োজিত এই মেলা ইতিমধ্যেই জনগণের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।উদ্বোধনের দিন থেকে শুরু করে প্রতিদিন মেলায় উপচে পড়ছে ভিড়।বিশেষকরে যে উদ্দেশ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে, এক কথায় বলতে গেলে উদ্যোক্তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। এই দাবি অবশ্যই করা যায়। স্বদেশী পণ্যের উপর মানুষের আকর্ষণ ও চাহিদা যে বাড়ছে, তা মেলা সাধারণের উপস্থিতিতেই স্পষ্ট হয়ে উঠেছে। এই পর্যন্ত সব কিছু ঠিকই আছে।এটা যেমন এই মেলার সাফল্যের দিক, তেমনি এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পুর নিগম আয়োজিত এই স্বদেশী মেলার প্রচারে গোটা মাঠ জুড়ে এবং সারা আগরতলা শহরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং নেতা নেত্রীদের বড় বড় ছবি সহ ফ্ল্যাক্সে একেবারে ঢেকে দেওয়া হয়েছে। অথচ, যিনি রাজ্যে এই স্বদেশী মেলার সূচনা করেছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কোথাও একটি ছবি পর্যন্ত নেই। অনেকে বলছেন, সাংসদ হিসাবেও তাঁর ছবি থাকা উচিৎ ছিল। সবচেয়ে বিস্ময়কর হলো, স্বদেশী মেলাকে কেন্দ্র করে পুর নিগমের কাউন্সিলাদের ছবিও চারদিকে ছয়লাপ। 
অথচ, পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের কোনও ছবি মেলা প্রাঙ্গণে তো দূরের কথা, শহরের কোথাও নেই। প্রশ্ন উঠেছে, এটা কি অনিচ্ছাকৃত? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? প্রশ্ন তুলেছে রাজ্যবাসী। স্বাভাবিকভাবেই এনিয়ে সামাজিক মাধ্যমে সমলোচনার ঝড় উঠেছে। অনেকে বলেছেন, যারা তার ছবি মুছে দেওয়ার আপ্রাণ প্রয়াস চালাচ্ছে, এরা প্রায় সকলেই তার হাত ধরেই ক্ষমতার অলিন্দে এসেছেন।ফলে এনিয়ে সমালোচনার মাত্রা আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *