January 11, 2026

ফাইনালে ত্রিপুরা-মিজোরাম লড়বে!!

 ফাইনালে ত্রিপুরা-মিজোরাম লড়বে!!

অনলাইন প্রতিনিধি :-গুয়াহাটিতে অনূর্ধ্ব পনেরো মহিলাদের একদিনের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে সোমবার ত্রিপুরা ও মিজোরাম মুখোমুখি হবে।এদিকে, আজ গ্রুপ লীগের শেষ ম্যাচে মিজোরাম ৮৯ রানে হারিয়ে দেয় নাগাল্যান্ডকে। ম্যাচে মিজোরাম প্রথম ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে সাত উইকেটে ১৬২ রান তুলে। দলের পক্ষে লালরুয়াতলুই অপরাজিত ৪২ রান করে। জবাবে নাগাল্যান্ডের লড়াই ২৭.৩ ওভারে মাত্র ৭৩ রানেই থেমে যায়। নীতু ছেত্রী ৩৩ রান করে। জেসিকা ২৩/৩ দুর্দান্ত বোলিং করে। অন্যদিকে সিকিম মেঘালয়কে দশ উইকেটে হারিয়ে দেয়। ম্যাচে মেঘালয় ৩২.১ ওভারে মাত্র ৪৬ রানই তুলতে পারে। সিকিম ৫.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয়।এদিকে শেষ ম্যাচ জেতায় ত্রিপুরা, মিজোরাম ও সিকিমের পয়েন্ট (১২) সমান হয়ে যায়। কিন্তু নেট রান রেটে মিজোরাম (২.৬২৫), ত্রিপুরা (২.০৩৭) গ্রুপে এক ও দুই নম্বর হয়ে ফাইনালে উঠে যায়। সিকিম (০.৭৮৫) তিন নম্বর হয়ে বিদায় নেয়। আগামী সোমবার ফাইনাল। ম্যাচ হবে আসাম ক্রিকেট অ্যাসোর একাডেমি মাঠে। গ্রুপ লীগের সাক্ষাতে ত্রিপুরা মিজোরামের বিরুদ্ধে দশ উইকেটে জিতেছিল। তাই সোমবার ফেভারিট হিসাবে নামবে ত্রিপুরা। তবে ক্রিকেটে অনেক সময় অঘটন হয়। এদিকে, আজ রাজ্যদল হাল্কা ট্রেনিং করে। এদিকে মাঠের জন্য আগামীকাল রাজ্যদল ব্যাট বলের প্র্যাকটিস করতে পারবে না। তাছাড়া যে মাঠে ত্রিপুরার প্র্যাকটিস করার কথা ছিল সেই মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসাম সিনিয়র দলের সঙ্গে নামিবিয়ার একটি ম্যাচ রয়েছে। ত্রিপুরার মেয়েরা এই ম্যাচ দেখতে যাবে বলে কোচ তপন দেব জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *