মুম্বাইয়ে ইন্ডিয়ান হিপহপ ডান্স চ্যাম্পিয়নে ত্রিপুরার সাফল্য!!
অনলাইন প্রতিনিধি :- মুম্বাইয়ে ন্যাশনাল লেবেলে আয়োজিত সব থেকে বড় ‘হিপ হপ’ ডান্স কম্পিটিশনের মঞ্চে প্রথমবার অংশ নিয়ে একঝাঁক প্রশংসা কুড়িয়ে নিলো ত্রিপুরার ‘দ্য রয়্যালস ক্রু’। আগরতলা শিবনগরস্থিত ‘দ্য রয়্যালস ডান্স স্টুডিও’-এর নৃত্যশিল্পীরা এই প্রথমবার ইন্ডিয়ান হিপ হপ ডান্স চ্যাম্পিয়নশিপ এবং হিপহপ ইন্টারন্যাশনাল ইন্ডিয়া কোয়ালিফায়ারের মঞ্চে রাজ্যদল হিসাবে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর ত্রিপুরা থেকে পাড়ি দেয় মুম্বাইয়ের উদ্দেশে। সেখানে দেশের বাছাই করা অন্যান্য রাজ্যের দলের সঙ্গে প্রতিযোগিতা করে রাজ্যের খুদে নৃত্য শিল্পীরা। ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য থেকে এই মঞ্চে পৌঁছানো নৃত্য শিল্পীদের কাছে একটা বড় স্বপ্ন। এ বছর ইন্ডিয়ান হিপহপ চ্যাম্পিয়নশিপের চৌদ্দতম সিজন অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইয়ে। ত্রিপুরা থেকেও যে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্ভব এবং বিশ্বের দরবারে ত্রিপুরার নাম তুলে ধরা সম্ভব, সেটাই করে দেখালো দ্য রয়্যালস ডান্স স্টুডিও এর নৃত্যশিল্পীরা। এই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার তথা ডান্স কোরিওগ্রাফার সপ্তদীপ মজুমদারের নেতৃত্বে এই দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।দলে ছিলো শংকর আচার্য স্কুলের ছাত্রী সিমন্তিকা দেব, ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী স্নেহারিকা কর, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রাঘব কর্মকার এবং আগরতলা ল’কলেজের ছাত্রী অমৃতা বণিক। এই সাফল্য ভবিষ্যতে রাজ্যের নৃত্যশিল্পীদের মধ্যে যেমন আরও উৎসাহ প্রদান করবে, তেমনি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এমনটাই অভিমত প্রকাশ করেন ডান্সার এবং ডান্স কোরিওগ্রাফার সপ্তদীপ মজুমদার। তাই ভবিষ্যতেও এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তার। ইন্ডিয়ান হিপহপ ড্যান্স চ্যাম্পিয়নশিপের দেশ বিদেশের বিচারকদের কাছেও প্রশংসিত হয়েছে ত্রিপুরার দ্যা রয়্যালস ডান্স স্টুডিও।
