জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু’র প্রকোপ, একাধিক রাজ্যে জারি হলো কড়া সতর্কবার্তা!
অনলাইন প্রতিনিধি :- শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু’র প্রকোপ। একই সঙ্গে তামিলনাডু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে। দুই রাজ্যেই কৃষকদের মধ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, গত কয়েক দিনে কেরলের মূলত আলাপ্পুজা, কোট্টায়াম জেলায় বহু মুরগির এইচ৫এন১ আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি তামিলনাড়ুর একাধিক জেলাতেও।
তামিলনাড়ুর নামাক্কাল জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। এই নামাক্কাল জেলাতেই দেশের মধ্যে সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয়। স্রেফ এই একটা জেলাতেই ১,৫০০ টি পোলট্রি ফার্ম রয়েছে। সেখানে দৈনিক কয়েক লক্ষ ডিম উৎপাদন হয়। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, কেরল ও তামিলনাড়ুর এই তিন জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। পোলটি ফার্মগুলিতে নিয়মিত মুরগির স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। রাজ্যের অন্য প্রান্তের কৃষকদেরও সতর্ক করা হয়েছে।বার্ড ফ্লুর মূল সমস্যা হলো এটি অতি দ্রুত ছড়ায়। মূলত হাঁস-মুরগি এই রোগে আক্রান্ত হলেও গবাদি পশু, পরিযায়ী পাখি ও বন্য পাখিও এই রোগে আক্রান্ত হতে পারে। এমনকী মানুষও এইচ৫এন১ আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে পারে।মানুষের ক্ষেত্রে জ্বর, চোখ লালের মতো সাধারণ উপসর্গ থাকে। তবে কারও ক্ষেত্রেও শুরুতেই অসুস্থতা আরও তীব্র হতে পারে। কেবল পাখি নয়, গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর নজির মিলছে।এই পরিস্থিতিতে যারা পাখি বা গবাদি পশুপালন করেন, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।বিশেষ করে পশুপাখির মলমূত্র সাফ করার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বস্তুত প্রতিবছর এই সময়টা বার্ড ফ্লু’র প্রকোপ দেখা যায়। তবে এবার এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়নি। মূলত কয়েকটি জেলাতেই সীমাবদ্ধ সংক্রমণ।তবে প্রশাসন সতর্ক। দ্রুত অন্যত্র সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।