বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীরের থানায়!!,
বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট ফেটে ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীরের থানায়!!,
অনলাইন প্রতিনিধি :- দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল কাশ্মীর পুলিশ। উদ্ধার হওয়া সেই বিস্ফোরক যে থানায় রাখা হয়েছিল, দুর্ভাগ্যবশত সেখানেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ওই বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫। আহতদের অধিকাংশই পুলিশ কর্মী এবং ফরেনসিক বিভাগের কর্তা। হরিয়ানা এবং উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। তাতে ছিল বোমা তৈরির মশলা এবং অস্ত্রশস্ত্র। সেই সব বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হয়।শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষানিরীক্ষা করতে যান। সেসময় আচমকা বিস্ফোরণ ঘটে। দুর্ভাগ্যবশত ওই পরীক্ষানিরীক্ষার সময় থানায় প্রচুর পুলিশ কর্মী এবং ফরেনসিক কর্তা উপস্থিত ছিলেন।