November 14, 2025

ইউনিটি প্রোমো ফেস্টের মাধ্যমে,রাজ্যের পর্যটন শিল্প আকর্ষিত হচ্ছে দেশে-বিদেশে: সুশান্ত!!

 ইউনিটি প্রোমো ফেস্টের মাধ্যমে,রাজ্যের পর্যটন শিল্প আকর্ষিত হচ্ছে দেশে-বিদেশে: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলায় প্রথমবারের মতো ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ১৫ এবং ১৬ নভেম্বর বিলোনীয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে বড় আকারের এই ইউনিটি প্রোমো ফেস্টের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।সুশৃঙ্খলভাবে ইউনিটি প্রোমো ফেস্ট যাতে সম্পন্ন হয় তা সরেজমিনে প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিলোনীয়া সফরে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিলোনীয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে ঘুরে দেখে পরে সেখানে প্রশাসনিক বৈঠক করেন।যেখানে দক্ষিণ জেলার জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন, মহকুমা প্রশাসন ব্লক স্তরের প্রশাসন সহ জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি নির্বাচিত প্রতিনিধিরা এবং শাসকদলীয় বিভিন্ন মণ্ডলের সভাপতি সহ আরও সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন।মন্ত্রী সুশান্ত চৌধুরী দক্ষিণ জেলা সদরে অনুষ্ঠিতব্য প্রোমো ফেস্ট ২০২৫ সামগ্রিক দিক দিয়ে পর্যালোচনা করেন। এই বৈঠকের পর কলেজ মাঠেই তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পর্যটন হচ্ছে এমন একটা দিক যার মাধ্যমে উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, জাতি উপজাতি সহ সকলের মধ্যে একটা মেলবন্ধন, ঐক্য এবং রাজ্যের পর্যটন শিল্পকে দেশ-বিদেশের কাছে তুলে ধরা। ইউনিটি প্রোমো ফেস্ট রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আগে কখনো কল্পনাই করা যেত না। শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে কুমার শানু সহ বড় বড় শিল্পীরা রাজ্যে এসেছেন। প্রোগ্রাম করেছেন। মন্ত্রী জানালেন ভারত সরকারের ডোনার মন্ত্রক রাজ্যের প্রোমো ফেস্টকে এপ্রিসিয়েট করেছে। সরকারের লক্ষ্য বা উদ্দেশ্য রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কর্মসংস্থানের সৃষ্টি করা। প্রোমো ফেস্টে বিভিন্ন ফুড স্টল থাকবে। অন্যান্য স্টল থাকবে। যেখানে কেনাবেচা হবে। রুজি রোজগার হবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। মন্ত্রী জানালেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সিকিমের পরে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা বেশি।মন্ত্রী বলেন, নারকেল কুঞ্জের প্রোমো ফেস্টে যে পরিমাণ লোকের জমায়েত হয়েছে, বেচাকেনা হয়েছে তাতে লক্ষ লক্ষ টাকা রুজি রোজগার হয়েছে। রাজ্যের রাজ্যপাল প্রোমো ফেস্টের প্রশংসা করে তিনি বিলোনীয়া দক্ষিণ জেলা সদরে যে প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশগ্রহণের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।মন্ত্রী বলেন, রাজ্যের রাজ্যপাল দক্ষিণ জেলা সদরে আগামী ১৫ এবং ১৬ নভেম্বর যে ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫ হবে তাতে
তিনি উপস্থিত থেকে এই প্রোমো ফেস্টের উদ্বোধন করবেন।এদিন প্রস্তুতি বৈঠকে এবং সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, প্রশাসনের পদস্থ আধিকারিক, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পদস্থ আধিকারিক, রাজনগর, মনু, শান্তিরবাজার তিনজন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিলোনীয়া কলেজের অধ্যাপক, জেলার বিভিন্ন মণ্ডল সভাপতিরা সহ আরও সংশ্লিষ্ট পদস্থরা।দুদিনব্যাপী দক্ষিণ জেলা এই প্রথমবারের মতো দক্ষিণ জেলা সদর বিলোনীয়ায় এই ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫-এ অংশ নেবেন ভারতীয় সঙ্গীত জগতের খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার তথা বোম্বের বলিউড সঙ্গীত শিল্পী পলক মুচ্ছল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *