বিহারে গণনার শুরুতেই এগিয়ে NDA!!
অনলাইন প্রতিনিধি :- দুই দফায় ভোট গ্রহণ হয়েছে এবার বিহারে। শুক্রবার ফলাফল। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার হল ১২২। বুথ ফেরত সমীক্ষায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ।আরজেডি থেকে বহিষ্কারের পর আলাদা দল করে নির্বাচনে লড়ছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। গণনার শুরুতে সামান্য পিছিয়ে পড়লেও, ফের এগিয়ে রয়েছেন তেজ প্রতাপও।