November 13, 2025

অ্যাপের মাধ্যমে ‘লাইভ’ সিগন্যাল নয়া পরিষেবা চালু সাইবার সিটিতে!!

 অ্যাপের মাধ্যমে ‘লাইভ’ সিগন্যাল নয়া পরিষেবা চালু সাইবার সিটিতে!!

অনলাইন প্রতিনিধি :-দেশের মধ্যে এই প্রথম রিয়েল টাইম ট্র্যাফিক সিগন্যাল চালু হল বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশের উদ্যোগে ম্যাপল নেভিগেশন অ্যাপের মাধ্যমে এবার থেকে এই পরিষেবাটি পাওয়া যাবে। শহরে আরও স্বচ্ছন্দ্যে, নিরাপদে এবং চাপমুক্ত হয়ে যাতে সকলে গাড়ি চালাতে পারেন সেই কথা মাথায় রেখে এমন পরিষেবাটি চালু করা হয়েছে। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘বেঙ্গালুরু গোটা দেশে প্রথম শহর যেখানে ম্যাপলসের মাধ্যমে লাইভ সিগন্যাল কাউন্টডাউন করা হবে! স্মার্ট সিগন্যাল, নিরাপদে গাড়ি চালানো এবং শান্ত রাস্তা।’ভিডিওটি শেয়ার করে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এই সিস্টেমের সঙ্গে ১২৫ টি স্মার্ট ট্র্যাফিক সিগন্যালকে যুক্ত করা হয়েছে।নতুন এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালক ৫০০ মিটারের মধ্যে সিগন্যালের সময় দেখতে পাবেন। কত সেকেন্ড ধরে নির্দিষ্ট একটি সিগন্যাল লাল, হলুদ এবং সবুজ থাকবে তার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে।
‘নমস্কার বেঙ্গালুরু, আপনার প্রতিদিনের গাড়ি চালানো এবার থেকে আরও স্মার্ট হয়ে গেল। এবার থেকে ম্যাপেলসের মাধ্যমে সিগন্যালের সময়সীমা দেখা যাবে, এবার থেকে আপনি ম্যাপেই লাইভসিগন্যালিংয়ের সময় সহজেই দেখে নিতে পারবেন’- বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশের তরফে এমনটাই উল্লেখ করা হয়েছে তাদের এক্স হ্যান্ডেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *