November 12, 2025

আইইউসিএনের বিপজ্জনক তালিকায় চলে গেল ভারতীয় নেকড়ে!!

 আইইউসিএনের বিপজ্জনক তালিকায় চলে গেল ভারতীয় নেকড়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রথমবার সমীক্ষায় ভারতীয় নেকড়ে (কেনিস লিউপাস প্যালিপস) সম্পর্কে যে তথ্য সামনে এল তা যথেষ্ট চিন্তার বিষয়। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীন এই প্রাণী এবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর লাল তালিকায় স্থান পেল, তার থেকে স্পষ্ট হয়ে গেল যে, বিপজ্জনকভাবে কমছে এই প্রাণীটির সংখ্যা, সমীক্ষায় দেখা গিয়েছে, বনাঞ্চলে এই মুহূর্তে ২,৮৭৭থেকে ৩,৩১০ টি ভারতীয় নেকড়ে রয়েছে। ভারতীয় গবেষকরা এ নিয়ে সমীক্ষা চালানোর পরে আইইউসিএন সেই রিপোর্ট গ্রহণ করে এবং তারপরেই গত ১০ অক্টোবর গোটা বিষয়টি সামনে আনা হয়। ২০২৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই সমীক্ষার কাজটি করা হয়, এই প্রথম ভারতীয় নেকড়ের মূল্যায়নে সরাসরি যুক্ত হল আইইউসিএন।
ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (ডব্লুআইআই) ডঃ শাহির খান এবং বিলাল হাবিব, দীর্ঘদিন ধরে এই প্রাণীটিকে নিয়ে গবেষণা করা নেকড়ে বাস্তুবিশেষজ্ঞ তথা প্রাক্তন ডব্লুআইআই-য়ের ডিন ডঃ যাদভেন্দ্রদেব বিক্রমসিং ঝালা সহ সমীক্ষার কাজে অংশ নেন ভারতবর্ষের নানা প্রান্তের গবেষকরা।কো-কলাবরেটরের দায়িত্বে ছিলেন রাইস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডঃ লরেন হেনলি। বিগত দু’দশক ধরে নেকড়ের বাস রয়েছে, ভারত ও পাকিস্তানের এমন ১০ হাজারের বেশি এলাকাকে চিহ্নিত করা হয়, এই প্রাণীরা কী ধরনের জায়গায় থাকতে পছন্দ করে তেমন একাধিক কৌশলকে ব্যবহার করে গণনার কাজটি সম্পন্ন করা হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানে সবচেয়ে বেশি নেকড়ে রয়েছে, গোটা দেশের অর্ধেকই রয়েছে এই তিন রাজ্যে। দেখা গিয়েছে, এরা বেশিরভাগই বাস করছে সংরক্ষিত এলাকার বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *