সরকারি হাসপাতালের আলমারি থেকে উদ্ধার AK-47 সহ ৩৫০ কেজি বিস্ফোরক!!
অনলাইন প্রতিনিধি :- জম্মু-কাশ্মীর পুলিশ সম্প্রতিই অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের লকার থেকে একে-৪৭ রাইফেল ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার করে।এরপর হরিয়ানা পুলিশের সহযোগিতায় জম্মু-কাশ্মীর পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে অস্ত্র আইন ও বেআইনি কার্যকলাপ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চিকিৎসকের গ্রেফতারিতে গোয়েন্দাদের ধারণা জঙ্গিরা এবার উচ্চশিক্ষিতদেরও নিয়োগ করছে জঙ্গি কার্যকলাপ চালাতে। ওই চিকিৎসকের কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে এই বিপুল পরিমাণ বিস্ফেরক সকলের নজর এড়িয়ে আনা হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।