November 10, 2025

আসামে পাশ হল বহুগামিতা নিষিদ্ধ বিল!!

 আসামে পাশ হল বহুগামিতা নিষিদ্ধ বিল!!

অনলাইন প্রতিনিধি :- ৯ ই নভেম্বর অসম সরকার বহুগামিতা নিষিদ্ধ করতে বিল পাশ করল। যদি কেউ বহুগামিতা করতে গিয়ে ধরা পড়েন, তাহলে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে।অসমে হিমন্ত বিশ্ব শর্মা আনল সেই বিল। কোনও ব্যক্তি দ্বিতীয় বা তৃতীয় বিবাহ করলে, তাঁকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হবে। তিনি জানান, সরকার একটি ফান্ড তৈরি করবে। বহুগামিতার ভুক্তভোগী মহিলারা, যারা কষ্টে রয়েছেন বা স্বামী জেলে চলে গেলে, তাদের এই ফান্ড থেকে টাকা দেওয়া হবে যাতে তাদের জীবনযাপনে কোনও সমস্যা না হয়।আগামী ২৫ নভেম্বর এই বিল বিধানসভায় পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *