November 10, 2025

জাতীয় সাব জুনিয়র দাবা,এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন রাজ্যের অর্সিয়া!!

 জাতীয় সাব জুনিয়র দাবা,এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন রাজ্যের অর্সিয়া!!

অনলাইন প্রতিনিধি :-ফিডে মাস্টার
প্রসেনজিৎ দত্তের পর রাজ্যের আরেক ফিডে মাস্টার অর্সিয়া দাস জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১১ রাউন্ডের অনূর্ধ্ব ১৫ বালিকাদেরrsit জাতীয় সাব জুনিয়র দাবায় রাউন্ডের মধ্যে সাড়ে নয় পয়েন্ট অর্জন এক রাউন্ড বাকি থাকতেই। আগামীকাল এগারো তথা অন্তিম রাউন্ডে প্রতিপক্ষ তামিলনাড়ুর ডব্লিউসিএস (১৯৭৫) সঙ্গে ড্র করলেই অপরাজিত চ্যাম্পিয়নের গৌরব জিতেই ঘরে ফিরবে অর্সিয়া। নয় দিনের টানা লড়াইয়ের পর চ্যাম্পিয়নশিপ জেতায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি রাজ্য দাবার বিস্ময় বালিকা খুদে অর্সিয়া দাস (ডব্লিউএফএম)। তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার। আজ গাজিয়াবাদে তার লালিত স্বপ্ন বাস্তবে ধরা দিলো। ১৯৯৫-এ প্রসেনজিৎ দত্ত ত্রিপুরার হয়ে প্রথম জাতীয় সাব জুনিয়র দাবায় চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তারপর এবার অর্সিয়া দাস। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪২ রেটিং পয়েন্ট বাড়ল অর্সিয়ার। বেড়ে দাঁড়ালো ২১৮০।এদিকে, জাতীয় সাব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও রাজ্য দাবার জন্য আরও একটি
সুখবর হলো অর্সিয়া আগামী ১৪-১৫ গৌরব অর্জন করবে। নিলামে তাকে ২৭জানুয়ারী কিনে নেয় ওই ক্লাব। প্রথম ওড়িশায় প্রিমিয়ার লীগ শেষ করেই আগরতলায় জাতীয় স্কুল দাবায় খেলবে সে।
উল্লেখ্য অর্সিয়া এর আগে জাতীয় স্কুল দাবায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও জাতীয় দাবায় দুবার ব্রোঞ্জপদক জিতেছিল। এখানে উল্লেখ্য অর্সিয়ার সামনে এখন এশিয়ান ইয়থ, বিশ্ব ইয়থ ও কমনওয়েলথ ইয়থ দাবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *