ড্যামেজ কন্ট্রোলে তৎপর নয়াদিল্লী ফের বৈঠকে মুখ্যমন্ত্রী-মথা সুপ্রিমো!!
কেবল একটি ‘না’-তে ফের ভেস্তে গেল পাক- আফগান শান্তিবৈঠক!
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ শান্তিবৈঠকের অচলাবস্থার কথা জানিয়ে ফের কাবুলকে হুঁশিয়ারি দিয়েছেন।কিন্তু একটি ‘না’ আলোচনা ভেস্তে দিয়েছে।গত বৃহস্পতিবার থেকে তুরস্কের ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। তৃতীয় দফার এই আলোচনায় লাভ হল না। সংঘর্ষবিরতি নিয়ে দু’পক্ষ একমত হতে পারেনি।পাকিস্তানের তরফেও আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে।যদিও কাবুল এখনও কোনও মন্তব্য করেনি।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ শান্তিবৈঠকের অচলাবস্থার কথা জানিয়ে ফের কাবুলকে হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, সংঘাতের কোনও সুরাহা হয়নি। সংঘর্ষ বিরতি তত দিনই চলবে, যত দিন আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে আর কোনও হামলা না-হচ্ছে। যদি আবার হামলা হয়, তবে পাকিস্তান পাল্টা জবাব দেবে।