চাদর-কম্বল বিতর্কে ট্রেনের ভেতর মর্মান্তিক খুন: সেনা জওয়ানকে কুপিয়ে হত্যা করল রেলকর্মী!!
অনলাইন প্রতিনিধি :-গুজরাতে ছুটিতে বাড়ি ফেরার পথে এক সেনা জওয়ানের প্রাণ গেল ট্রেনের ভেতর চাদর ও কম্বল নিয়ে বিবাদের জেরে। ঘটনাটি ঘটেছে জম্মু তাওয়াই–সাবরমতী এক্সপ্রেসে, গত ২ নভেম্বর।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জওয়ানের নাম জিগর চৌধরি। তিনি পঞ্জাবের ফিরোজপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন, তাঁর আসনটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় সংরক্ষিত। কিন্তু কামরায় গিয়ে দেখেন, শোয়ার জন্য চাদর কিংবা কম্বল কিছুই দেওয়া হয়নি। এরপর তিনি ট্রেনেরbঅ্যাটেনড্যান্ট জুবির মেমন-এর কাছে চাদর ও কম্বল দাবি করেন।অভিযোগ, অ্যাটেনড্যান্ট তা দিতে অস্বীকার করলে তীব্র বচসা বাধে দু’জনের মধ্যে। সেই বিতণ্ডা মুহূর্তেই হাতাহাতিতে রূপ নেয়। হঠাৎই জুবির মেমন ছুরি বের করে জওয়ানের পায়ে আঘাত করে। প্রচুর রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই জওয়ানের মৃত্যু হয় ট্রেনের মধ্যেই।রাজস্থানের বিকানের স্টেশনে পৌঁছানোর পর টিকিট পরীক্ষক ঘটনার খবর দেন রেলপুলিশকে। রেলপুলিশ এসে জওয়ানের দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করে। পরে জানা যায়, জুবির মেমন চুক্তিভিত্তিক রেলকর্মী ছিলেন। ঘটনাটির পর তাঁকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।এই মর্মান্তিক ঘটনার পর জাতীয় মানবাধিকার কমিশন পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও আরপিএফের ডিজিকে নোটিস পাঠিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।এই নির্মম হত্যাকাণ্ডে শোকস্তব্ধ গোটা দেশ, প্রশ্ন উঠেছে—ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়েই বা কতটা সচেতন রেল কর্তৃপক্ষ?