বিলোনীয়ায় শুরু রাজ্য স্কুল ব্যাডমিন্টন!!
অনলাইন প্রতিনিধি :-তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার (পার্ট ৮) উদ্বোধন হয় বৃহস্পতিবার বিলোনীয়া বি কে আই ইন্ডোর স্টেডিয়ামে। এ দিন সন্ধ্যায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যভিত্তিক স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন।রাজ্যের আটটি জেলা থেকে বালক বিভাগে ৮৪ জন, বালিকা বিভাগে ৩৯ জন এবং অফিসিয়াল ১৫ জন মিলে মোট ১৩৮ জন এই প্রতিযোগিতার জন্য অংশ নিতে বিলোনীয়া এসে পৌঁছেছেন। অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বালক, বালিকা বিভাগে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।এ দিন অনুষ্ঠানে অন্যানদ্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব সুমনজিৎ সিনহা, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সদস্য দ্বীপায়ন চৌধুরী, সমাজসেবী সায়ন্তন দত্ত, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, টিএফএ-এর যুগ্ম সচিব তপন সাহা সহ আরও বিশিষ্টরা।অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সুস্থ মন ও শরীর বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে। ক্রীড়া সহ সার্বিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে রাজ্যের উন্নয়ন অব্যাহত রয়েছে বলে মন্ত্রী অভিমত ব্যক্ত করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিজেদের সেভাবে গড়ে তোলে ভবিষ্যতে তাদের পারফরম্যান্সের মাধ্যমে রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানান। তিনি দিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান ৮ নভেম্বর।