প্রয়াত বিখ্যাত বাঁশি বাদক দীপক শর্মা!!
             
      অনলাইন প্রতিনিধি :- ফের শোকের ছায়া সঙ্গীত মহলে ৷ ৫৭ বছর বয়সে সোমবার বিশিষ্ট বাঁশি বাদক দীপক শর্মা না ফেরার দেশে চলে গেলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন সোমবার সকাল ৬টা ১৫ নাগাদ চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাঁশির সুরে মোহিত হতেন সকলে ৷ নাড়িয়ে যেতেন হৃদয়কে ৷ সুরের সেই জাদুকর গত কয়েক মাস ধরে গুরুতর স্বাস্থ্যগত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন। তাঁকে প্রথমে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে শিল্পীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালান শিল্পীকে সুস্থ করে তোলার ৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।