চলন্ত ট্রেনেই একের পর এক যাত্রীকে ছুরির কোপ!!
অনলাইন প্রতিনিধি :- লন্ডনগামী ট্রেনে কেমব্রিজের কাছে শনিবার রাতে আতঙ্ক ছড়ায়।ট্রেনে থাকা যাত্রীদের উপরে ছুরি নিয়ে আক্রমণ শুরু হয়। পুলিশের বক্তব্য একাধিক ব্যক্তি এই হামলা চালিয়েছে। রাত ৭টা ৩৯ মিনিট নাগাদ পুলিশের কাছে ফোন আসে, সাথেই সাথেই তারা নিকটবর্তী স্টেশন হান্টিংডনে পৌঁছয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক ব্যক্তি হাতে একটা লম্বা ছুরি নিয়ে এগিয়ে আসছিল। চতুর্দিক রক্তে ভাসছিল। আতঙ্কে বাকি যাত্রীরা বাথরুমে আশ্রয় নেয়। ধাক্কাধাক্কিতে অনেকে পদপিষ্টও হয়। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রেন দাঁড়াতেই স্টেশনে বড় ছুরি নিয়ে নেমে পড়েন একজন। প্রত্যক্ষদর্শীদের মত চতুর্দিক রক্তে ভাসছিল। আতঙ্কে বাকি যাত্রীরা শৌচাগারে আশ্রয় নেয়। ধাক্কাধাক্কিতে অনেকে পদপিষ্টও হয়েছে। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রেন দাঁড়াতেই স্টেশনে বড় ছুরি নিয়ে নেমে পড়েন একজন। তবে পুলিশ সঙ্গেসঙ্গেই তাঁকে আটক করে নেয়। তবে হামলাকারীদের উদ্দেশ্য এখনও জানা যায়নি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।