চিনের পণ্যে শুল্ক কমাচ্ছে আমেরিকা! ট্রাম্প-জিনপিং বৈঠকে মিটল ‘বিরল খনিজ’ ইস্যু!!
অনলাইন প্রতিনিধি :-২০১৯ সালের পর ফের মুখোমুখি দুই পরাশক্তির নেতা— ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রায় দু’ঘণ্টা ধরে চলল দুই রাষ্ট্রনেতার আলোচনা। আর সেই বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, চিনা পণ্যের উপর আরোপিত আমদানি শুল্কের হার কমানো হচ্ছে।
বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “জিনপিঙের সঙ্গে আমার দারুণ আলোচনা হয়েছে। আমরা বহু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছি।” এমনকি বৈঠকটি কেমন হয়েছে, জানতে চাইলে রসিক ভঙ্গিতে তিনি বলেন, “১ থেকে ১০-এর মধ্যে এই বৈঠককে আমি ১২ দেব!”
যদিও বৈঠকে ঠিক কী কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, তা পুরোপুরি প্রকাশ করেননি ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, চিনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, ফেন্টানাইল উৎপাদন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তার জন্য আমেরিকার সয়াবিন আমদানি আবার শুরু করবে চিন।
সবচেয়ে বড় ঘোষণা আসে শুল্ক নিয়ে— ট্রাম্প জানান, চিনা পণ্যের উপর ধার্য শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।
বৈঠকে ‘বিরল খনিজ’ ইস্যুও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সম্প্রতি বেজিং বিরল খনিজ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যার জেরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। কিন্তু এবার সেই সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “বিরল খনিজ রফতানি নিয়ে চিনের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। আগামী এক বছর আমেরিকায় এই খনিজ রফতানি অব্যাহত থাকবে।”
ট্রাম্প আরও বলেন, “চিন অবিলম্বে আমেরিকান সয়াবিন কেনা শুরু করবে— এটি আমাদের কৃষকদের বড় জয়।”তাইওয়ান প্রসঙ্গ নিয়ে অবশ্য আলোচনায় আসেনি কিছুই। ট্রাম্প জানিয়েছেন, আগামী এপ্রিলে তিনি চিন সফরে যাবেন, এবং আশা করছেন তার পর জিনপিংও আমেরিকা সফর করবেন।দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে কি না, এখন সেটাই দেখার।