October 29, 2025

মোন্থার দাপটে বিপর্যস্ত তিন রাজ্য— অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলঙ্গানা! ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রে মৃ*ত এক, ধস নামল ওড়িশায়, আর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে দুই রাজ্য জুড়ে!!

 মোন্থার দাপটে বিপর্যস্ত তিন রাজ্য— অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলঙ্গানা! ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রে মৃ*ত এক, ধস নামল ওড়িশায়, আর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে দুই রাজ্য জুড়ে!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোন্থা। তারপর বুধবার ভোরে ক্রমে শক্তি হারিয়ে তা উত্তর-পশ্চিমে এগিয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
ঝড়-বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, মোন্থার তাণ্ডবে প্রায় ১ লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ঝড়ে গাছ পড়ে কোনাসিমা জেলার মাকানাগুড়েম গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ৭৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে খোলা হয়েছে ২১৯টি স্বাস্থ্যশিবির, বাতিল হয়েছে অন্তত ১২২টি ট্রেন, অনেকগুলির সময়ও বদলানো হয়েছে।
ওড়িশাতেও কমতি নেই দুর্যোগের। রাতভর বৃষ্টিতে দক্ষিণ ওড়িশার একাধিক জায়গায় ধস নেমেছে। মালাকানগিরি, কোরাপুট, রায়গড়, গজপতি, গঞ্জাম, কান্ধামাল, কালাহান্ডি ও নবরংপুর জেলার পরিস্থিতি বিশেষভাবে বিপর্যস্ত। মোট ১৫টি জেলায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কোথাও রাস্তা বন্ধ, কোথাও উপড়ে গিয়েছে গাছ, ভেঙেছে বাড়িঘর। গজপতি জেলার মোহানায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় রাজ্যে তৈরি করা হয়েছে ২০০০-রও বেশি আশ্রয়শিবির। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, ওডিআরএএফ ও দমকলের মোট ১৫৩টি দল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ন’টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও তেলঙ্গানা, অন্ধ্র ও ওড়িশায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্ধ্রের প্রকাশম, নেল্লোর, এল্লুরু, তিরুপতি, পূর্ব গোদাবরী, গুন্টুর ও কৃষ্ণা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতাও।ওড়িশার পুরী-সহ একাধিক জেলাতেও সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি ছত্তীসগঢ়, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। যদিও ঝড় সরাসরি আঘাত করেনি, তবু পশ্চিমবঙ্গে মোন্থার প্রভাব অনুভূত হচ্ছে। ভোর থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *