October 24, 2025

অসমে আইইডি বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের এক অংশ!!

 অসমে আইইডি বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের এক অংশ!!

অনলাইন প্রতিনিধি :- অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের একাংশ৷ ঘটনা বুধবার ও বৃহস্পতিবারের সন্ধিক্ষণে মধ্যরাতের৷ এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে। খবর পেয়েই ছুটে যায় জিআরপি, অসম পুলিশ-সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। ফলে বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট। তবে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে আপ লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি খায় ট্রেনটি। চালককে মুহূর্তে আপদকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামাতে হয়। পরে ট্রেন থেকে চালক-সহ অন্যান্যরা নেমে ট্র্যাক পরীক্ষা করার সময় দেখতে পান চূড়ান্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে রেলের ট্র্যাক। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকদের। খবর পেয়েই ছুটে আসে অসম পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ, জিআরপি। এমনকী বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরাও আসেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *