মথুরায় বড়সড় ট্রেন দুর্ঘটনা!!

অনলাইন প্রতিনিধি :- মালগাড়ির ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে বৃন্দাবন এবং আঝাই ট্রেন স্টেশনের মাঝে। দুর্ঘটনার খবর পেয়েই রেলের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়।উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, এই দুর্টনায় মালগাড়ির প্রায় ১২টি কামরা বেলাইন হয়েছে। দুর্ঘটনার সময়ে ওই মালগাড়িতে ভর্তি ছিল কয়লা। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে লাইন থেকে ছিটকে যায় মালগাড়ির কামরাগুলি। এর জেরে বিপর্যস্ত হয় ওই লাইনে ট্রেন চলাচল, চারটি লাইনের তিনটি লাইন অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দিল্লি-আগরা-ঝাঁসি রুটের অনেক ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যায় দাঁড়িয়ে যেতে হয় এই রুটের ট্রেনগুলিকে।