ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ, তুমুল সংঘর্ষও লাঠিচার্জে আহত ৩৬!!

অনলাইন প্রতিনিধি :- ফের একবার ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ ঢাকা। এবার ক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ব্যাপক সংঘর্ষ হয়।শনিবার ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। লাঠিচার্জ ও পাল্টা ইটবৃষ্টি চলে। সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন বলে জানা যায়।
