October 20, 2025

নতুন মন্ত্রিসভা ঘোষণা গুজরাতে!!

 নতুন মন্ত্রিসভা ঘোষণা গুজরাতে!!

অনলাইন প্রতিনিধি :- নতুন মন্ত্রিসভা ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন গুজরাত সরকার। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ২৬ জন মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা।প্যাটেল- নতুন ক্যাবিনেটে তিনজন মহিলা-মন্ত্রীও যোগ দিয়েছেন। যারা যারা গুজরাতের মন্ত্রীসভার নতুন দায়িত্ব পেয়েছেন

কে থাকছেন গুজরাটের নয়া মন্ত্রিসভায়-

১,ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল
২,ত্রিকম বিজল ছাঙ্গা
৩,স্বরূপজী সর্দারজি ঠাকুর
৪.প্রভনকুমার মালি
৫.রুশিকেশ গণেশভাই প্যাটেল
৬.পিসি বারান্দা
৭.দর্শনা এম বাঘেলা
৮.কান্তরতলাল শিবলাল অমৃতিয়া
৯.কুনওয়ারজীভাই মোহনভাই বাওয়ালিয়া
১০.রিভাবা রবীন্দ্রসিংহ জাদেজা
১১.অর্জুনভাই দেবভাই মোধওয়াদিয়া
১২.ডাঃ প্রদ্যুম্ন ভাজা
১৩.কৌশিক কান্তিভাই ভেকরিয়া
১৪.পরশোত্তমভাই ও সোলাঙ্কি
১৫.জিতেন্দ্রভাই সভজিভাই ভাঘানি
১৬.রমনভাই ভিখাভাই সোলাঙ্কি
১৭.কমলেশভাই রমেশভাই প্যাটেল
১৮.সঞ্জয়সিংহ রাজেসিংহ মাহিদা
১৯.রমেশভাই ভূরাভাই কাটারা
২০.মনীষা রাজীবভাই ভকিল
২১.ঈশ্বরসিংহ ঠাকুরভাই প্যাটেল
২২.প্রফুল পানসেরিয়া
২৩.কঠোর সংঘভি
২৪.ডাঃ জয়রামভাই চেমাভাই গামিত
২৫.নরেশভাই মগনভাই প্যাটেল
২৬.কানুভাই মোহনলাল দেশাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *