October 20, 2025

শহরে সক্রিয় মহিলা গ্যাং স্বর্ণালংকার খোয়ালেন এক ব্যক্তি!!

 শহরে সক্রিয় মহিলা গ্যাং স্বর্ণালংকার খোয়ালেন এক ব্যক্তি!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানীতে দীর্ঘদিন ধরে সক্রিয় বহিঃরাজ্য থেকে আগত প্রতারক এবং চোরচক্রের হাতে নাকাল হতে হচ্ছে সাধারণ জনগণকে। অটো করে শহর এলাকায় এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াতের সময় বহিঃরাজ্যের একাংশ মহিলা চোরদের গ্যাং এর শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।এহেন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে বারংবার।বৃহস্পতিবার আবারও একই ভাবে অটো করে শহরের প্যারাডাইস চৌমুহনী থেকে মিলন সংঘ যাওয়ার পথে ছয় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার খুঁইয়ে সর্বশান্ত হলেন এক ব্যক্তি।ঘটনার বিবরণে জানা যায় এদিন দুপুর আনুমানিক সাড়ে তিনটা নাগাদ প্যারাডাইস চৌমুহনী এলাকার একটি জুয়েলারি থেকে আনুমানিক ৬ লক্ষ টাকার স্বর্ণালংকার ক্রয় করে অটোতে বাড়ি ফিরছিলেন মিলন সংঘ নিবাসী সজল দেবরায়।একটি ব্যাগে করে স্বর্ণলংকার নিয়ে জুয়েলারি থেকে বের হয়ে তিনি অটোতে চেপে মিলন সংঘ তে নেমে দেখতে পান ব্যাগ সহ উধাও স্বর্ণালংকার।ভ্রমণকালে কোনো কৌশলে স্বর্ণলংকার গুলি চুরি করে নিয়ে যায় অটোতে তার সাথে থাকা হিন্দিভাষী বহিঃরাজ্যের দুই মহিলা বলে অভিযোগ তার।এদিকে ঘটনার পরপরই তিনি দ্বারস্থ হন অরুন্ধতীনগর থানায়।শহর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে জানা যায় থানা সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *