অনলাইন গেম কেড়ে নিলো কিশোরের জীবন!!

অনলাইন প্রতিনিধি।। লখনউয়ে ভয়াবহ ঘটনা!মোবাইল গেম খেলতে খেলতে হঠাৎ মৃত্যু এক কিশোরের!
বছর তেরোর বিবেকের অকালমৃত্যুতে স্তম্ভিত পরিবার,এলাকাজুড়ে চাঞ্চল্য।জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজের ঘরে বসে মোবাইলে জনপ্রিয় একটি গেম খেলছিল বিবেক। সে নাকি নিয়মিতই মোবাইল গেমে আসক্ত ছিল। কিছু সময় পরে তার বোন ঘরে ঢুকে দেখে, মোবাইলটা বিছানায় পড়ে আছে, গেম তখনও চালু। কিন্তু বিবেক যেন ঘুমিয়ে রয়েছে। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও অনেকক্ষণ পরেও যখন সে নড়াচড়া করছে না, তখন সন্দেহ হয় পরিবারের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, বিবেক আর নেই।ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি হতে পারে “সাডেন গেমার ডেথ” বা হঠাৎ গেম খেলতে খেলতে মৃত্যু! এটা বিরল কিন্তু ক্রমবর্ধমান ঘটনা।বিশ্বের বিভিন্ন দেশে এরকম ঘটনার নজির মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট (NIH) এবং ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন (NLM)–এর এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০০২ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বজুড়ে অন্তত ২৪ জনের মৃত্যু ঘটেছে গেম খেলতে খেলতে। মৃতদের বেশিরভাগই পুরুষ, বয়স ১১ থেকে ৪০ বছরের মধ্যে।গবেষণায় দেখা গেছে, এ ধরনের বেশির ভাগ ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে— যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া—ঘটেছে। মৃত্যুর মূল কারণ হিসেবে উঠে এসেছে পালমোনারি এম্বলিজ়ম (ফুসফুসে রক্ত জমাট বাঁধা), মস্তিষ্কে রক্তক্ষরণ, এবং কার্ডিয়াক অ্যারিদমিয়ার মতো মারাত্মক সমস্যা।বিবেকের ক্ষেত্রেও সেই সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, আর চিকিৎসকরা বলছেন— অতিরিক্ত গেম আসক্তি শরীর ও মনের ওপর ভয়ানক প্রভাব ফেলতে পারে।