৩০ বছর বন্ধ থাকার পর,আগরতলা-শিলচর সরাসরি বিমান চলাচল শুরু ২৮শে।।

অনলাইন প্রতিনিধি :-একটানা প্রায় ত্রিশ বছর বন্ধ থাকার পর অবশেষে আগরতলা-শিলচর রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা চালু হচ্ছে। আগামী আটাশ অক্টোবর থেকে ইন্ডিগো এই রুটে ১৮০ আসনের এয়ারবাস চালু করছে।
সপ্তাহে দুদিন মঙ্গল ও শুক্রবার এই রুটে বিমান যাতায়াত করবে।বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে।ভাড়া ন্যূনতম ২৪০০ টাকা থেকে শুরু।আগরতলা থেকে বিমানটি বেলা ১টা ৪০ মিনিটে শিলচরে রওয়ানা হবে। বিমানটি শিলচর বিমানবন্দরে পৌঁছবে ২টা ১৫ মিনিটে। শিলচর থেকে ফিরতি বিমানটি বেলা ২টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলা বিমানবন্দরে পৌঁছবে বেলা ৩টা ৪০ মিনিটে। প্রসঙ্গত, আগরতলা থেকে শিলচর যাওয়ার আগে এই বিমানটি সরাসরি বেঙ্গালুরু থেকে আসবে। শিলচর থেকে আগরতলায় ফিরে বিমানটি আবার সরাসরি বেঙ্গালুরুর উদ্দেশে রওয়ানা হবে।দীর্ঘ বছর পর আগরতলা-শিলচরের মধ্যে যাতায়াতে পুনরায় বিমান পরিষেবা আগামী আটাশ অক্টোবর থেকে চালু হলে যাতায়াতে রাজ্যের মানুষের ভালো সুবিধা হবে। শিলচর তথা কাছাড়ের মানুষেরও বিমানে আগরতলায় যাতায়াতে সুবিধা বাড়বে। শেষবার নব্বই দশকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান পরিষেবা এই রুটে যাতায়াতে বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো বিমান চলেনি।তাতে আগরতলা-শিলচর যাতায়াতে সড়কপথ ও ট্রেনে যাতায়াত নির্ভর হয়ে পড়ে। তাতে যাতায়াতে দীর্ঘ সময় লেগে যায়। এখন বিমানে খুব অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করার সুবিধা পাবেন। এদিকে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে ইন্ডিগো আগরতলা ও আমেদাবাদের মধ্যেও বিমান যাতায়াতের সুবিধা চালু করছে। প্রতিদিন ১৮০ আসনের এয়ারবাস আমেদাবাদ থেকে (একই বিমান) কলকাতা হয়ে বিকালে আগরতলায় আসবে। আগরতলা থেকে এই বিমানটি কলকাতা হয়ে আবার আমেদাবাদ যাবে। এই বিমানের টিকিটও বুকিং শুরু হয়েছে। এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেরও ১৮০ আসনের বোয়িং বিমান আগরতলা-বাগডোগরার মধ্যে যাতায়াতে চালু হচ্ছে। আগামী ছাব্বিশ অক্টোবর থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে এমবিবি আগরতলা বিমানবন্দরের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যে এই বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে। এই বিমান চালু হলে পশ্চিমবঙ্গের মনোরম পর্যটন কেন্দ্র টাইগার হিল, দার্জিলিং ও উত্তরবঙ্গ ভ্রমণে যেতে রাজ্যের মানুষের ভালো সুবিধা হবে।