October 20, 2025

৮ম বেতন কমিশন ও ডিএ,কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থ বরাদ্দের আর্জি মুখ্যমন্ত্রীর!!

 ৮ম বেতন কমিশন ও ডিএ,কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অর্থ বরাদ্দের আর্জি মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-নয়াদিল্লীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সাথে সোমবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।সাক্ষাতে মুখ্যমন্ত্রী এক্সটার্নালি এইডেড প্রজেক্ট এর লিমিট বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন নগরোন্নয়ন দপ্তর,পর্যটন এবং আগরতলা পুর নিগমের অধীনে থাকা বেশ কিছু থমকে যাওয়া প্রকল্প নিয়েও আলোচনা করেন।
এছাড়াও তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) এর ব্যবধান হ্রাস সহ রাজ্যেও অষ্টম বেতন কমিশন কার্যকরী করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়েও বিবেচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান।অর্থমন্ত্রী ছাড়াও এদিন নয়াদিল্লীস্থিত বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *