জাতীয় সড়ক বাইপাসের উদ্যোগ,উদয়পুরে সুখসাগর জলাধারে গড়ে উঠবে আধুনিক উপনগরী!!
সিপাহিজলা চিড়িয়াখানা,মৃত্যুর কোলে ঢলে পড়লো মেঘলা চিতা!!

অনলাইন প্রতিনিধি :-চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়লো দীর্ঘদিন ধরে অসুস্থ সিপাহিজলা চিড়িয়াখানার মেঘলা চিতা বাঘটি। মূলত রক্তাল্পতা এবং জেনেটিক্যাল সমস্যার কারণেই এক বছর পাঁচ মাসের মাথায় এই মেঘলা চিতা বাঘটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে জানান চিড়িয়াখানার ডিরেক্টর সিদ্ধার্থ দেববর্মা। তিনি জানান, একই পরিবারের সদস্যদের দ্বারা প্রজননের ফলে এ ধরনের জেনেটিক্যাল ডিসঅর্ডার একটি মারাত্মক সমস্যা। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াটা খুবই কষ্টকর কারণ মেঘলা চিতা একটি লুপ্তপ্রায় প্রাণী। তা সত্ত্বেও সম্প্রতি সিপাহিজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে একটি ফিমেইল মেঘলা চিতা আনার জন্য মণিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ব্রিডিং লোন প্রোগ্রামের অধীন বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর থেকে এ ধরনের জন্মগত সমস্যাগুলি অনেকটাই হ্রাস পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। চিড়িয়াখানা সংলগ্ন কনজারভেটিভ ব্রিডিং সেন্টারের চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকা এই চিতা বাঘটিকে হঠাৎ গত ২৫ সেপ্টেম্বর থেকে কিছুটা অসুস্থ বলে মনে হয়। সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল চিতা বাঘটিকে অবজারভেশনে রেখে চিকিৎসা প্রক্রিয়া শুরু করে। কিন্তু দীর্ঘ দু-দিন চিকিৎসা শেষে পঞ্চমীতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সঙ্গে সঙ্গেই মৃত চিতাটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আর.কে নগর ভেটেরিনারি কলেজে। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পুনরায় সিপাহিজলা চিড়িয়াখানায় এনে সিপাহিজলা চিড়িয়াখানা অধিকর্তা সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিকদের উপস্থিতিতে মাটি দেওয়া হয়েছে জানিয়েছেন সিদ্ধার্থ দেববর্মা।