October 9, 2025

পুনেতে আমন্ত্রণমূলক হকি,পরাজয় দিয়ে শুরু ত্রিপুরার!!

 পুনেতে আমন্ত্রণমূলক হকি,পরাজয় দিয়ে শুরু ত্রিপুরার!!

অনলাইন প্রতিনিধি :-জাতীয় হকিতে ফের ভরাডুবি ত্রিপুরার।এবার ছেলেদের অনুর্ধ্ব ষোল হকিতে বাজে ফলাফল করলো হকি ত্রিপুরার পাঠানো টিম। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত অনূর্ধ্ব ষোল এসএনবিপি অল ইন্ডিয়া আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্টে গ্রুপ লীগের প্রথম ম্যাচে বিশ্রিভাবে হারলো ত্রিপুরা। বৃহস্পতিবার প্রতিযোগিতার গ্রুপের প্রথম ম্যাচে ঘুমানহেরা একাডেমির কাছে ১৫-০ গোলের বড় ব্যবধানে হেরে গেলো ত্রিপুরা ঘ্রাস রুট হকি টিম।
পুনের এক হকি স্টেডিয়ামে হয়েছিল ম্যাচটি। গ্রুপে আগামীকাল (শনিবার নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে সাঙ্গরুর হকি একাডেমির সঙ্গে ম্যাচ রয়েছে ত্রিপুরার। প্রথম ম্যাচটি ডজন গোলের বড় ব্যবধানে হারাতে গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করার কোনও সুযোগ নেই ত্রিপুরা টিমের সামনে। অল ইন্ডিয়া লেভেলে আয়োজিত আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে সাধারণত বিভিন্ন জায়গা থেকে হকি একাডেমি টিমগুলো অংশ নিয়েছে। যেহেতু আমন্ত্রণমূলক তাই এখানে রাজ্য হকি অ্যাসোসিয়েশনগুলো তাদের ব্যানারে কোনও টিম পাঠায়নি সেভাবে। হকি ত্রিপুরা সহ হাতে গোনা কয়েকটি রাজ্য শুধু হকি টিম পাঠিয়েছে তাতে। কিন্তু আমন্ত্রণমূলক হকির এই টুর্নামেন্টে টিেেমর শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচে ডজন গোলের বড় ব্যবধানে হেরে ফিরতে হয়েছিল হকি ত্রিপুরার টিমকে। দুটি টুর্নামেন্টে অসংখ্য গোল হজম করতে হয়। এবারের ক্ষেত্রেও এর কোনও ব্যতিক্রম হয়নি। অভিযোগ, শুধু এই কমিটি নাকি প্রচার ও প্রসারের মধ্যেই সীমাবদ্ধ। মাঠে কোনও কাজ করছেনা। যার কারণে আজ জাতীয়স্তরের হকিতে এ ধরনের ফলাফল হচ্ছে। এতদিন মাঠের সমস্যার কথা বলে আসলেও বর্তমানে বাধারঘাটে হকির অ্যাস্টো টার্ফ গ্রাউন্ড গড়ে উঠলেও তাকে সেভাবে কাজে লাগানো হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা নাকি আম্পায়ার ও কোচিংয়ের ক্ষেত্রে হকি ফেডারেশনের তৈরি করা হকি খেলার ক্ষেত্রে যে সমস্ত গাইডলাইন ও অত্যাধুনিক নিয়মকানুন রয়েছে তা মানা হচ্ছে না। হকিতে এখানে তেমন ভালো কোচ নেই, যারা খেলোয়াড়দের ভালোভাবে কোচিং করাতে পারে। এর মধ্যে রাজ্যে হাতে গোনা পুরানো ও নতুন কয়েকজন এনআইএস প্রশিক্ষক থাকলেও তাদের কাজে লাগানো হচ্ছে না। যার কারণে মাঠে ছেলেমেয়েদের অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না এবং খেলোয়াড়দের মধ্যে হকির অত্যাধুনিক নিয়মকানুন সম্পর্কে তেমন কোনও ধারণা নেই।যার কারণেই হকিতে ত্রিপুরার এই দুরবস্থা এখন অভিযোগ এমনটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *