October 9, 2025

চেক জালিয়াতি, ক্রাইম ব্রাঞ্চও ব্যর্থ ফের হাজতে শ্রীময়ী!!

 চেক জালিয়াতি, ক্রাইম ব্রাঞ্চও ব্যর্থ ফের হাজতে শ্রীময়ী!!

অনলাইন প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকার উপরে চেক জালিয়াতির মামলায় একমাত্র ধৃত ইউকো ব্যাঙ্কের কর্মী রামিয়ানি শ্রীময়ীকে সাত দিনের রিমান্ডে নিয়েও সফল হতে পারল না ক্রাইম ব্রাঞ্চের ইকোনমিক শাখা। সাতদিনের রিমান্ডের পর বৃহস্পতিবার ইউকো ব্যাঙ্কের করণিক রামিয়ানিকে আগরতলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত আসামের নোয়াগাঁওয়ের বাসিন্দা রামিয়ানিকে ১৫ অক্টোবর পর্যন্ত ফের জেল হাজাতে রাখার নির্দেশ দিয়েছে। দুই দফায় রিমান্ডে নিয়ে রামিয়ানিকে জিজ্ঞাসাবাদ করা হলেও পুলিশ নতুন কোনও তথ্য বের করতে পারেনি। এমনকি নতুন করে এক টাকাও উদ্ধার করতে পারেনি। ক্রাইম ব্রাঞ্চ গত ১৮ সেপ্টেম্বর সরকারীভাবে পশ্চিম আগরতলা থানা থেকে ইউকো ব্যাঙ্কে পুর নিগমের চেক জালিয়াতি মামলাটি নিয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে রামিয়ানকে সাত দিনের রামান্ডও পায়।এরপরও নতুন কিছু বের করতে পারেনি বলে অভিযোগ।রামিয়ানি জিজ্ঞাসাবাদে আগেও ইউকো ব্যাঙ্কের আগরতলা শাখার ম্যানেজার ও পুর নিগমের এক ক্যাশিয়ারের নাম বলেছিলেন। তাদের মধ্যে কাউকেই গ্রেপ্তার করার মতো প্রমাণ খুঁজে পায়নি ক্রাইম ব্রাঞ্চ! ইকোনমিক শাখার এসপি পিয়ামাধুরি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শৌভিক দে সহ গোটা টিম দুর্গাপুজোর ছুটির আমজে ১৬ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় নতুন করে কিছুই উদ্ধার করতে পারেনি। যে কারণে আদালত রামিয়ানিকে জেল হাজাতে রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিম আগরতলা থানায় মামলাটি থাকার সময় পুলিশ প্রায় সাত কোটি টাকা উদ্ধার করতে পেরেছিল।একইসঙ্গে চাপে পড়ে রামিয়ানিকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *