September 27, 2025

রেশনশপে বিনামূল্যে চিনি সুজি ও ময়দা!!

 রেশনশপে বিনামূল্যে চিনি সুজি ও ময়দা!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্য সরকার এবারও শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে এপিএল সহ রাজ্যের সব শ্রেণীর রেশনশপ ভোক্তাদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ সুজি, ময়দা ও চিনি দেবে। শুক্রবার খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস রিলিজে জানানো হয় যে, কার্ড পিছু সুজি ৫০০ গ্রাম, ময়দা ২ কেজি এবং চিনি ১ কেজি দেওয়া হবে। রাজ্যে রেশনকার্ড ভোক্তা পরিবার রয়েছেন ৯ লক্ষ ৯০ হাজার। পুজোয় এই বিশেষ সামগ্রী প্রদানে রাজ্য সরকারের খরচ হবে সাত কোটি টাকা। সব পরিবারকে বিনামূল্যে পুজোয় এই সামগ্রী দেওয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজো বা ২৯ সেপ্টেম্বর সপ্তমী পুজোর দিন থেকে রেশনশপে পুজোর সুজি, ময়দা ও চিনি গুদাম থেকে পৌঁছতে শুরু করবে। অষ্টমী ও দশমী পুজোর দিন রেশনশপ বন্ধ থাকবে। ভোক্তারা পুজোয় সুজি, ময়দা ও চিনি নেওয়ার সুবিধা পাবেন পুরো অক্টোবর মাস পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *