September 23, 2025

ডিডি নিউজে হতাশ রাজ্যবাসী!!

 ডিডি নিউজে হতাশ রাজ্যবাসী!!

অনলাইন প্রতিনিধি :-গত দু’দিন ধরে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিশাল বড় বিজ্ঞাপন দিয়ে ঢালাওভাবে প্রচার করা হয়েছিল – নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ডিডি নিউজে। কিন্তু রাজ্যবাসীকে হতাশ করলো ডিডি নিউজ। অনুষ্ঠান সম্প্রচার হয়েছে, কিন্তু আংশিকভাবে। তাও একই ছবি বারবার! সব থেকে বিস্ময়ের ঘটনা হলো, প্রধানমন্ত্রী যে সরকারী কর্মসূচিতে রাজ্যে এসেছেন,সেই নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরের উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচনের বিশেষ মুহূর্তের ছবিই রাজ্যবাসী দেখতে পাননি। ফলক উন্মোচনের ছবি ডিডি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে যোগাযোগ করা হলে, দপ্তর থেকেও বিষয়টি স্বীকার করা হয়েছে। দপ্তরও ঠিকভাবে বলতে পারছে না, কেন এমন হলো।এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি সরাসরি কেন সম্প্রচার করা হলো না?এর পিছনে কী এমন কারণ থাকতে পারে? এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *