September 18, 2025

বেকার ভাতা বাড়িয়ে দিলেন মাসে ১০০০ টাকা, পাবেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও!!

 বেকার ভাতা বাড়িয়ে দিলেন মাসে ১০০০ টাকা, পাবেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও!!

অনলাইন প্রতিনিধি :- বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এ বার বেকার ভাতার পরিধি বৃদ্ধি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আওতায় যুক্ত হচ্ছেন স্নাতক পাশ তরুণ-তরুণীরাও। তারাও পাবেন বেকার ভাতার সুবিধা। এত দিন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ-তরুণীরাই এই সুবিধা পেতেন। বৃহস্পতিবার নীতীশ সমাজমাধ্যমে জানান, এ বার থেকে ২০-২৫ বছর বয়সি স্নাতক পাশ তরুণ-তরুণীদেরও এই ভাতার সুবিধা দেওয়া হবে। দু’বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন বিহারের বেকার তরুণ-তরুণীরা। যদিও এটিকে সরাসরি বেকার ভাতা বলে উল্লেখ করছে না বিহার সরকার। এটির পোশাকি নাম ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *