ইডির তলবে দুই ক্রিকেটার সহ এক অভিনেতা!!

অনলাইন প্রতিনিধি :- নিষিদ্ধ অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুবরাজ। অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই এই তিনজনকে তলব করছে ইডি। সাবেক এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তারা ১এক্সবেট নামের একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত। ভারতে বেটিং নিষিদ্ধ হওয়ায় পরোক্ষভাবে নিজেদের নামে কিছু পরিবর্তন ঘটিয়ে এই সংস্থায় বিজ্ঞাপন দেয়। আর এর মধ্যে কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে।তবে শুধু ক্রিকেটাররাই নন, বলিউড ও টলিউডের অনেক তারকাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ইডি’র দপ্তরে।তবে শুধু ক্রিকেটাররাই নন, উথাপ্পাকে সোমবার, যুবরাজ সিংকে মঙ্গলবার এবং সোনু সুদকে বুধবার হাজির হতে বলা হয়েছে।