মৃৎশিল্পীর কারখানায় ঢুকে দুর্গা মূর্তি ভাঙচুর, বামুটিয়ায় চাঞ্চল্য!!
মৃৎশিল্পীর কারখানায় ঢুকে দুর্গা মূর্তি ভাঙচুর, বামুটিয়ায় চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-কালীবাজার লাগোয়া রাঙুটিয়া গ্রামে মৃৎশিল্পীর শিল্পকর্ম নষ্ট করেছে দুষ্কৃতীরা। তপন সরকারের প্রতিমা তৈরির কারখানাঘরে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা দুর্গা প্রতিমা সহ অন্যান্য মূর্তি ভেঙে দিয়েছে বলে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা পড়েছে।
ঘটনাস্থলে বামুটিয়া ফাঁড়ির ইনচার্জ অ্যান্থনি জমাতিয়া, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ পুলিশ শনিবার সকালে ছুটে আসে। ঘটনা এলাকায় জানাজানি হতেই গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। প্রাক্তন বিধায়ক কৃষ্ণদাস, বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান সুভদ্রা সরকার সহ অনেকেই ঘটনাস্থলে ছুটে আসে। অভিযোগ, এই ধরনের মূর্তি ভাঙার ঘটনা বামুটিয়াবাসী অতীতে কোনোদিন দেখেনি। বামুটিয়া এলাকার নানা স্থানে সমাজদ্রোহীর আস্ফালন এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, মানুষ বিস্ময়, বিমূঢ়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, উক্ত ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা এলাকারই হতে পারে।পুলিশ সঠিক তদন্ত করলে পুলিশের জালে অবশ্যই ধরা পড়তে পারে। এসডিপিও সব্যসাচী দেবনাথ উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বামুটিয়া আউটপোস্টের ওসিকে নির্দেশ দেন। দুর্গা পুজো হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি। এই সময়ে কারখানায় দুষ্কৃতী নাশকতা আর্থিক ক্ষতির শিকার হতে হলো শিল্পী পরিবারটিকে।ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা বলে ধারণা।এই ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়েছেন মৃৎশিল্পী তপন সরকার।