September 11, 2025

বন্দুক ফেলে হাতে ধরলেন পেনসিল, স্কুলে ফিরলেন গঢ়চিরৌলির ১০৬ মাওবাদী!!

 বন্দুক ফেলে হাতে ধরলেন পেনসিল, স্কুলে ফিরলেন গঢ়চিরৌলির ১০৬ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :- বইয়ের বদলে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বন্দুক।এখন কারও বয়স ৫৫, কেউ ৪৮। হঠাৎ রুটিন বদলে ফেলেছেন তাঁরা সকলে। রোজ সকালে যাচ্ছেন স্কুলে। সামনে তাঁদের পঞ্চম শ্রেণির প্রবেশিকা পরীক্ষা। তার জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। তাঁরা আত্মসমর্পণকারী মাওবাদী। মহারাষ্ট্র সরকারের উদ্যোগে নতুন করে জীবন শুরু করছেন এই ১০৬ জন মাওবাদী। যৌবনের দুই দশক কাটিয়েছেন গঢ়চিরৌলির ঘন জঙ্গলে। মাওবাদী কার্যকলাপে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। সংগঠনে যোগ দিয়েছিলেন ১৯৯৩ সালের ২২ মার্চ। বয়স যখন ওই ১০ বা ১১ তখন পড়ানো হয়েছিল আন্দোলনের পাঠ। কিন্তু খাতায়-কলমে তাঁরা সকলেই নিরক্ষর। আত্মসমর্পণকারী মাওবাদীরা যাতে নতুন করে জীবন শুরু করতে পারেন, সে জন্য বিভিন্ন পদক্ষেপ করছে মহারাষ্ট্র সরকার। ‘প্রজেক্ট সঞ্জীবনী’র মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা হচ্ছে। গত ৮ সেপ্টেম্বর থেকে সাক্ষরতা অভিযান শুরু হয়েছে মহারাষ্ট্রে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। তার পর আত্মসমর্পণকারী মাওবাদীরা বসবেন পরীক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *