September 7, 2025

ছত্তীসগড়ে এনএইচএম কর্মীদের গণপদত্যাগ!!

 ছত্তীসগড়ে এনএইচএম কর্মীদের গণপদত্যাগ!!

অনলাইন প্রতিনিধি :- ছত্তীসগড়ে ন্যাশনাল হেলথ মিশনের চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই আন্দোলন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত করে তুলেছে। মূলত নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি, স্বাস্থ্য বিমা ও কর্মপরিস্থিতি উন্নতির দাবিতে কর্মীরা ধর্মঘট শুরু করেছিলেন। কিন্তু সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কোনও সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এনএইচএম কর্তৃপক্ষ ২৫ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করায় প্রতিবাদে একযোগে আরও ১৪ হাজারের বেশি কর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে কার্যত স্বাস্থ্য ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রম এবং স্কুল স্বাস্থ্য পরীক্ষার মতো প্রকল্পগুলোতে বড় প্রভাব পড়ছে। শিশু ও দরিদ্র পরিবার এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *